১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
স্পোর্টস ডেস্ক :
করোনা পরিস্থিতিতে বুড়ো আঙুল দেখিয়েই শেষ পর্যন্ত মাঠে ফিরেছে ঘরোয়া ক্রিকেট লিগ। সোমবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে শুরু হয়েয়ে ঘরো ক্রিকেটের এই যাত্রা।
আর শুরু হওয়ার আগে দুঃসংবাদ। করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলামের। যে কারণ সোমবার আর মাঠে নামতে পারলেন না তিনি।
সূত্র জানায়, গত শুক্রবার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে সাদমানের। রোববার দ্বিতীয় দফা পরীক্ষা করানোর পর ফল আসতে দেরি হওয়ায় ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
সোমবার তাকে মাঠে নামা হয়নি।
টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, প্রথম রাউন্ডে সাদমানকে দর্শক হয়েই থাকতে হচ্ছে।
আগামী ১২ এপ্রিল দুই টেস্ট খেলতে শ্রীলংকা উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেই স্কোয়াডে ঠাঁই পেতে এনসিএলে পারফর্ম করা সাদমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মাঠে নামাই হলো না তার।
তবে এখনও আশাবাদী সাদমান। বললেন, ‘আশা করি দ্বিতীয় পরীক্ষাতে আমার রিপোর্ট নেগেটিভ আসবে। দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে নামতে পারব। শ্রীলংকা সিরিজের আগে জাতীয় লিগটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে খেলাটা আমার জন্য জরুরি। আশা করি, কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবো।’
জানা গেছে, এবারে এনসিএলে প্রায় ১০০ ক্রিকেটার অংশ নিচ্ছেন। শুরুর আগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের অনেকেই করোনার ভ্যাকসিন নিয়েছেন। কিন্তু সাদমান নেননি।
আট দল নিয়ে চারটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে এবারের এনসিএল। দুই স্তরে খেলছে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D