এড.মিসবাহ সিরাজের মায়ের মৃত্যুতে নাসির উদ্দিন খানের শোক

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১

এড.মিসবাহ সিরাজের মায়ের মৃত্যুতে নাসির উদ্দিন খানের শোক

সিলেটের দিনকাল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ।

এক শোক বার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের মাতা সমতেরা বিবি মঙ্গলবার দুপুর পৌণে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় তাকে দুপুর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল