জুড়ীতে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

জুড়ীতে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, পুর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শাহখাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, আনসার ভিডিপি প্রতিনিধি আব্দুল মালিক। এছাড়া বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দৈনিক সিলেটের দিনকাল /আমছাল /২৫মার্চ২০২১