২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ তাঁর পরিবারের সদস্যদেও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির দ্রত সুস্থতা চেয়ে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, দরগাহ মাদরাসার শায়খ মাওলানা আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সহ-সভাপতি তাজ খান আলম, সালাউদ্দিন একরাম, মাসুম আহমদ, এনামুল হক লিলু, মনিরুজ্জামান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভি, আব্দুর রহমান, আনসার আহমদ, ছাত্রলীগ নেতা সোহানুর আলী মিরাজ, রোটারেক্টর আহমেদ জাহান, বখতিয়ার আহমদ যুহরী, নগর শ্রমিক লীগ নেতা রফিক আহমদ প্রমুখ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সতীশ দেবনাথ ঝন্টু ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হরিলাল দাস। শেষে মুসল্লীগণের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ তাঁর পরিবারের সদস্যরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D