সুলতান মনসুর এমপির রোগমুক্তি কামনায় শ্রমিক লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১

সুলতান মনসুর এমপির রোগমুক্তি কামনায় শ্রমিক লীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ তাঁর পরিবারের সদস্যদেও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সিলেট মহানগর শ্রমিক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির দ্রত সুস্থতা চেয়ে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, দরগাহ মাদরাসার শায়খ মাওলানা আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সহ-সভাপতি তাজ খান আলম, সালাউদ্দিন একরাম, মাসুম আহমদ, এনামুল হক লিলু, মনিরুজ্জামান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মির্জা হামিদ অভি, আব্দুর রহমান, আনসার আহমদ, ছাত্রলীগ নেতা সোহানুর আলী মিরাজ, রোটারেক্টর আহমেদ জাহান, বখতিয়ার আহমদ যুহরী, নগর শ্রমিক লীগ নেতা রফিক আহমদ প্রমুখ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সতীশ দেবনাথ ঝন্টু ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হরিলাল দাস। শেষে মুসল্লীগণের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরসহ তাঁর পরিবারের সদস্যরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল