বাউল কফিল উদ্দীনের পদাস্ক অনুসরণ করে শিষ্য বশির উদ্দীন সরকারের তিন যুগ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

বাউল কফিল উদ্দীনের পদাস্ক অনুসরণ করে শিষ্য বশির উদ্দীন সরকারের তিন যুগ

আমির হোসেন সাগর ঃ বাউল বলতেই আমাদের চোখের সামনে সমাজত্যাগী এক মানুষের ছবি ভেসে ওঠে। বাউল এবং বৈরাগী, বৈষ্ণবকে আমরা এক করে ফেলায় এই বিভ্রাটটা ঘটে থাকে। প্রথম কথা হচ্ছে বাউলগণ ‘মনের মানুষ’-এর সাধনায় আত্মমুখী হলেও সংসার বিবাগী, সমাজ বিচ্ছিন্ন মানুষ নয়। তবে এ কথাও আমাদের স্বীকার করতে হবে যে প্রচলিত সামাজিক প্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তারা জীবনের অনেক সময় ব্যয় করে যাচ্ছেন। তেমনি আমাদের এক প্রিয় শিল্পী বাউল বশির উদ্দীন সরকার। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানায় জন্ম গ্রহন করেন ১৯৬৪ ইংরেজি সনে। তার নানী করফুল নেছা সেই সময়ের লাউয়ের এক তারা হাতে নিয়ে বাওয়াইল গান গাইতেন। ১৯৭৪ সালে নানীর কাছ থেকে কিশোর বয়স থেকেই গানের চর্চা শুরু করেন বশির উদ্দীন। তারপর গানের উচ্চতর তালিম নেওয়ার জন্য তার নানী গুণী বাউল কফিল উদ্দীনের হাতে তাকে তুলে দেন বশিরকে। বাউল কফিল একটানা আট বছর নিজের সাথে রেখে গানের তালিম প্রদান করেন। এরপর ১৯৮৩ সালে কফিল উদ্দীন নিজ উদ্যোগে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের হাতে তুলে দেন বশিরকে। তখন থেকেই বশির বাবা ডাকতেন শাহ আব্দুল করিমকে। কিছুদিন গানের শিক্ষা নিয়ে বশির মালজোড়া গান শুরু করে সিলেট সহ দেশের নামি দামি শিল্পীদের সাথে। সেই শুরু থেকে বাউল, ফোক, লালন, জারি, সারি সহ বিভিন্ন গানের সাথে মিশে কাটিয়ে দিলেন প্রায় তিন যুগ। বশির উদ্দীন সরকার বাংলাদেশ টেলিভিশন, একুশে চ্যানেল, এস এ টিভিসহ বিভিন্ন টিভিতে গান ও রেডিও সিলেট শাখার নিয়মিত হয়ে গান করে আসছেন। এছাড়া দেশের বাইরে গিয়েও কয়েকবার প্রোগাম করেছেন তিনি। বর্তমানে সবমিলিয়ে খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছেন বশির উদ্দীন সরকার, বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে বাউল বশির উদ্দিন সরকার একজন জনপ্রিয় শিল্পী