১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
ন
অনলাইন ডেস্ক ::
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতার জবাব দিতে আগের চেয়ে অনেক বেশি পরিমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে বলে জানিয়েছে দেশটি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার জবাব দিতেই ওই স্থাপনায় শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেছেন, নাতাঞ্জ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের দু’টি সাইকেলে এই কাজ শুরু হবে।খবর দ্যা ওয়ালস্ট্রিট জার্নালের।
গরিবাবাদি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মঙ্গলবার বিকেলে আইএইএকে যে চিঠি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, নয়া আইআর-৪ ও আইআর-৬ সেন্টিফিউজের দু’টি সাইকেলে শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে।
তিনি বলেন, এরইমধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখান থেকে বের করা যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইরানে উৎপাদিত রেডিওমেডিসিনের গুণগত মান ও পরিমাণ অনেক বাড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার বিকালে ঘোষণা করেছিলেন, তার দেশ বুধবার থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
তিনি ইরানের এক টিভিকে জানান, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না বরং ইরান সেখানে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D