১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬
সুনামগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বিস্ফোরণ মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জিকে গৌছকে গ্রেফতার দেখিয়ে তাদের জামিন নামঞ্জুর করেছে আদালত।
গতকাল রোববার বেলা ১১ টার দিকে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দিরাই জোন) এ তাদেরকে হাজির করা হলে বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তাদের জামিন নামঞ্জুর করেন।
২০০৪ সালের ২১শে জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জগন্নাথ জিওর মন্দিরের কাছে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। গত ২০ জুলাই ঐ মামলার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমার একই আদালতে আরিফুল হক ও জিকে গৌছকে দিরাইয়ে সুরঞ্জিত সেনের সমাবেশে বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সিআইডির আবেদনের প্রেক্ষিতে রোববার আরিফুল হক ও জিকে গৌছকে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দিরাই জোন) আদালতে আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী ও অ্যাডভোকেট আব্দুল হকসহ অর্ধশতাধিক আইনজবী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D