১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
সিলেটের দিনকাল ডেস্ক ::
বিশ্বের ছয় শক্তির সঙ্গে সই হওয়া পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর তা পুনরুদ্ধারে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থায়ী নিষ্পত্তির জন্য একটি মধ্যবর্তী চুক্তি বড় আকারের কূটনৈতিক আলোচনার সুযোগ করে দেবে বলে মন্তব্য করেছেন ইরানি কর্মকর্তারা।
সোমবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
এপ্রিলের শুরু থেকেই ভিয়েনায় বৈঠক করছে তেহরান ও বাকি দেশগুলো। চুক্তিটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে যেসব পদক্ষেপ অবশ্যই নিতে হবে, তা নিয়ে আলোচনা করেছে পক্ষগুলো।
বিশেষ করে ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ইরানের চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। চুক্তিটি পুনরুদ্ধারে তেহরান ও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি শর্তের ভেতরে নিয়ে আসতে হবে।
জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ’র রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেন, বাস্তবিক সমাধান আরও বহু দূরে। সাধারণ কথাবার্তা থেকে আমরা লক্ষ্যে পৌঁছাতে সুনির্দিষ্ট পদক্ষেপে সম্মত হওয়ার পথে এগিয়েছি।
জানুয়ারিতে শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চুক্তিতে ফিরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। চুক্তির সঙ্গে সামঞ্জস্যহীন সব নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে প্রস্তুতির কথাও জানয়েছে তারা।
ইরানের ধর্মীয় নেতারা বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সব নিষেধাজ্ঞা বাতিল না করা পর্যন্ত তারা চুক্তি পুরোপুরি মেনে চলবে না।
কূটনীতিকরা বলছেন, দুই পক্ষের আনুক্রমিক পদক্ষেপে সমাধানের একটি প্রস্তাব বেরিয়ে আসবে।
আর ইরানি কূটনীতিকরা জানান, ভিয়েনায় উচ্চ-ঝুঁকির আলোচনার ফল হিসেবে সম্ভবত একটি মধ্যবর্তী চুক্তি হবে, যাতে স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক সুযোগ তৈরি হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D