১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
স্পোর্টস ডেস্ক :
গত জানুয়ারি থেকেই পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব চলছে শ্রীলংকান ক্রিকেট বোর্ডের। এ কারণে বছরের শুরু থেকেই কেন্দ্রীয় চুক্তিহীন লংকান ক্রিকেটাররা।
বৃহস্পতিবার পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার ঠিক আগে বোর্ডের সঙ্গে পারিশ্রমিক নিয়ে ফের ঝামেলা শুরু হয়েছে লংকান ক্রিকেটারদের।
সিরিজ শুরুর আগে লংকান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের আহ্বান করা হয়েছে নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য। কিন্তু নতুন চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক ২০০ ভাগ কমিয়ে দেওয়ায় চুক্তিকে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তারা।
পুরনো চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন ১ লাখ ৩০ হাজার ডলার। কিন্তু নতুন চুক্তিতে সেটা কমিয়ে মাত্র ৪৫ হাজার ডলার করা হয়েছে।
শুধু তাই নয়, নতুন চুক্তিতে একটা প্যাকেজ করা হয়েছে। ২০ টেস্টের বেশি যারা খেলেছে, তারা পাবেন অতিরিক্ত ৫০০ ডলার। ৪০ টেস্টের বেশি যারা খেলেছে তারা পাবে ৭৫০ ডলার। ৬০ টেস্টের বেশি যারা খেলেছে তারা পাবে ১ হাজার ডলার।
এছাড়া কোনো ক্রিকেটার যদি ৮০ কিংবার তার বেশি টেস্ট খেলে থাকে, তাহলে তার জন্য বোনাস ২ হাজার ডলার। আর কোনো সুযোগ-সুবিধা না থাকায় লংকান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষুব্ধ ক্রিকেটাররা।
দেশটির তারকা পেসার সুরাঙ্গা লাকমাল গত দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে শ্রীলংকার হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। অথচ নতুন চুক্তির আওতায় তাকে রাখা হয়নি।
এজন্য ক্ষোভ প্রকাশ করে এই তারকা পেসার বলেন, আমি আর দেশের হয়ে খেলব না। বরং তার চেয়ে কাউন্টিতে কোনো একেটি ক্লাবের সঙ্গে যদি চুক্তি করি, তাহলে দেখা যাচ্ছে মৌসুমপ্রতি আমি পাব ১ লাখ পাউন্ড; যা শ্রীলঙ্কার পারিশ্রমিকের চেয়ে চারগুণ বেশি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D