‘জীবন’ পেয়ে সেঞ্চুরি হাঁকালেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

‘জীবন’ পেয়ে সেঞ্চুরি হাঁকালেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান

স্পোর্টস ডেস্ক :পাল্লেকেলে দ্বিতীয় টেস্টে টনে জিতে ব্যাট হাতে আগে নেমেছে শ্রীলংকা। আর ফিল্ডিংয়ে নেমেই নিজেদের হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ক্যাচ মিসের মাশুল দিয়ে হতাশাময় প্রথম সেশন শেষ হয়েছে বাংলাদেশের।

ইতোমধ্যে ৫৪ ওভার খেলা শেষে উইকেটশূন্য বাংলাদেশ। শ্রীলংকার দুই ওপেনার শুরুতে বাংলাদেশের বোলারদের সমীহ করে খেললেও মধ্যাহ্নবিরতির পর রানের চাকা বাড়িয়ে দিয়েছে।

তাসকিন, জায়েদ, শরিফুল আর মিরাজকে মোকাবিলা করে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান শ্রীলংকার অধিনায়ক করুণারত্নে।

১৬৫ বল খেলে ১৩ বাউন্ডারি হাঁকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছলেন তিনি। অথচ অর্ধশতকই কপালের জুটত না তার।

এর জন্য নাজমুল হোসেন শান্তকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন অধিনায়ক মুমিনুল হক।

দ্বিতীয় টেস্টেও শুরু থেকেই দুর্দান্ত বল করছিলেন পেসার তাসকিন আহমেদ।

২০তম ওভারে তার শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

হাতে বল পেয়েও ক্যাচ ধরে রাখতে পারেননি শান্ত। স্লিপ ফিল্ডারদের জন্য কঠিন কোনো ক্যাচ ছিল না তা। ক্রিকেটীয় ভাষায় দ্বিতীয় জীবন করুনারত্নে। এক বল পরই দলীয় ৫০ রান ছাড়ায় শ্রীলংকা।

অপরপ্রান্তে দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন ওপেনার লাহিরু থিরিমান্নে। ১৬৯ বলে ৭৬ রানে অপরাজিত তিনি।

এ প্রতিবেদন লেখার সময় ৫৬ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ১৮০ রান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল