১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১
সিলেটের দিনকাল ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিই টিকে যাচ্ছেন বলে আভাস দিচ্ছে বুথফেরত জরিপগুলো। আটদফা নির্বাচন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। এরপরই ভারতীয় সংবাদমাধ্যমে বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে।
রোববার নির্বাচন কমিশন ফল প্রকাশ করবে। তার আগে বুথফেরত জরিপের ফলই এখন চায়ের কাপে ঝড় তুলছে।
দিল্লিভিত্তিক এনডিটিভির বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ১৫৬টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। আর বিজেপির ঝুলিতে ১২১টি আসন।
ছয়টি বুথফেরত জরিপের ফল বলছে, অর্ধেকের বেশি আসন মমতার দখলে যাবে। পরপর তৃতীয় মেয়াদে তার বিজয়ী হওয়ার জন্য যা পর্যাপ্ত। কোনো দল ১৪৮ আসনে জিতলেই গড়তে পারবে সরকার।
আনন্দবাজারের বুথফেরত জরিপ বলছে, ৪২ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় টিকে থাকছে তৃণমূল কংগ্রেস। তারা ১৫২ থেকে ১৬৪টি আসন পেতে যাচ্ছে।
বিজেপি পেতে যাচ্ছে ১০৯ থেকে ১২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।
মমতার দল ১৫৮টি আসনে জিততে চলেছে বলে টাইমস নাউয়ের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে। তার পেছনে থাকা বিজেপি জিততে যাচ্ছে ১১৫ আসনে। আর বাম-কংগ্রেস জোট পাচ্ছে ১৯ আসন।
এবিপি-সিএনএক্সের বুথফেরত জরিপেও ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। এই জরিপ বলছে, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, বাম-কংগ্রেস জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।
তৃণমূল ও বিজেপিকে সমানে সমান দেখানো হয়েছে কেবল রিপাবলিকের বুথফেরত জরিপে। তাদের জরিপ বলছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন। আর বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১১ থেকে ২১ আসন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D