১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ৩, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
পাল্লেকেলে টেস্ট সিরিজ জয়ে শ্রীলংকা দলটি যখন তৃপ্তির ঢেকুর তুলছিল, ঠিক তখনই আচমকা ক্রিকেটকে বিদায় জানিয়ে সবাইকে অবাক করে দিলেন দেশটির পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সি এ মারকুটে অলরাউন্ডার।
এই অলরাউন্ডারকে নিয়েই অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর কথা ছিল লংকান বোর্ডের।
কিন্তু তার আগেই জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন পেরেরা। আর কখনও জাতীয় দলের জার্সিতে পেরেরাকে দেখা যাবে না।
তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবেন এ তারকা অলরাউন্ডার।
২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন পেরেরা। সে হিসাবে আন্তর্জাতিকে তার ক্যারিয়ারের বয়স ১২ বছর।
ক্যারিয়ারে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন থিসারা পেরেরা। টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার সংগ্রহে।
তথ্যসূত্র: ক্রিকইনফো
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D