নতুন রূপে শাবিপ্রবির মেডিকেল সেন্টার

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ১১, ২০২১

নতুন রূপে শাবিপ্রবির মেডিকেল সেন্টার

শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারকে নতুন করে সংস্কার করা হয়েছে। সংস্কারের অংশ হিসেবে নতুন করে রং, টাইলস ও ফার্নিচার ক্রয় করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য আশেপাশে গাছ লাগানো হচ্ছে।

মঙ্গলবার (১১ মে) রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ইসলাম এ তথ্য জানান।

এববিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমরা নতুন করে মেডিকেল সেন্টারকে সংস্কার করেছি। বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ যদি করোনা আক্রান্ত হয় সে জন্য আমরা মেডিকেল সেন্টার প্রস্তুত রেখেছি।

তিনি বলেন, পুরো মেডিকেল সেন্টারকে রং করা হয়েছে। আগের ফার্নিচারগুলো পুরাতন হয়ে যাওয়ায় নতুন করে ফার্নিচার ক্রয় করা হয়ছে এবং এর বাথরুমগুলোতে নতুন করে টাইলস বসানো হয়ছে। পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য মেডিকেল সেন্টারের আশেপাশে বিভিন্ন ধরণের গাছ লাগানো হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আধুনিক মানের করার জন্য যা যা প্রয়োজন সব করবো। এতে আধুনিক সুযোগ সুবিধা সংযুক্ত করা হবে। আমরা ইতিমধ্যে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করেছি। বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ আক্রান্ত হলে এখানে থেকে চিকিৎসা নিতে পারবে।

তিনি বলেন, আমরা খুব দ্রুত মেডিকেল সেন্টারে একটা হটলাইন সেবা চালু করবো। যেখান থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ২৪ ঘন্টা সেবা নিতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল