১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি :: ঢাকায় সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী নিজস্ব প্রতিবেদক রোজিনার ইসলামকে শারীরিক লাঞ্ছিত ও মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেন কর্মরত সকল সাংবাদিকরা।
বুধবার (১৯ মে) দুপুর ১২টা উপজেলা চৌমুনায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মানব জমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, দৈনিক সংবাদ প্রতিনিধি শাহিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক সানোয়ার হোসেন, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, সম্পাদক মোস্তাফিজুর রহমান, রিপোর্টার্স ইউনিটি সভাপতি পিন্টু দেবনাথ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, সাংবাদিক সমিতির সম্পাদক কামরুল হাসান মারুফ, যুগান্ত প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী।
সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আব্দুল বাছিদ খান, আলমগীর হোসেন, সৌমেন সিংহ, আহাদ মিয়া, সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, নাঈম আলী, সোহেল রানা, সাদিকুর রহমান সামুসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানবন্ধনে বক্তারা বলেন, দেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, ঠিক সেই সময়ে সাংবাদিক রোজিনার উপর টুটি চেপে ধরছে ম্বাস্থ্য খাতের আমলারা। রোজিনা ইসলামের উপর যে ন্যক্কারজনক হামলা সচিবালয়ে ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় এটি মুক্ত সাংবাদিতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ। সচিবালয়ে যে ঘটনা ঘটেছে তা মাঠ পর্যায়ের সাংবাদিদের উপর ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
আমরা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি চাই। রাষ্ট্রের চতুর্থস্তম্ব সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে সাংবাদিক রোজিনা ইসলামকে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D