১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও ব্যাংকিং লেনদেন চলবে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্নে রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা করা হলো।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এখন আমের মৌসুম। চাঁপাইনবাবগঞ্জ থেকে উল্লেখযোগ্য পরিমাণ আম সরবরাহ করা হয়। এ সময়ে ওই এলাকায় টাকার লেনদেন বেড়ে যায়। এ অবস্থায় ব্যাংক খোলা রাখার বিষয়টি স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সোমবার রাত ১২টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতদিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি আন্তঃজেলা সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। এর মধ্যেই ব্যাংক খোলা রাখার বিষয়ে উলিখিত নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
SR
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D