দোয়ারাবাজারে জমি ও ঘর পেলো ২০ গৃহহীন পরিবার

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

দোয়ারাবাজারে জমি ও ঘর পেলো ২০ গৃহহীন পরিবার

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় ধাপ শুরু হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২য় পর্যায়ে ২০ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন এসব পরিবারকে পাকা ঘরের মালিকানা ও দলিলপত্র বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, ওসি দেবদুলাল ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি তাজির উদ্দিন, উপজেলা পরিষদের সিএ সফিক রহমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্না, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, প্রথম ধাপে এ উপজেলায় ২৬০টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে ২০টি পরিবার জমি ও গৃহ পাচ্ছেন। দ্বিতীয় ধাপের ৫টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৫টি হস্তান্তরের প্রক্রিয়াধীন।