বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট’র শুরু হয়েছে। উপশহরের ফুটবল খেলোয়াড়বৃন্দের উদ্যোগে শনিবার সিলেট নগরীর উপশহর মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফ সেলিমের পরিচালনায় উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী ফলিক, সাবেক কাউন্সিলর এড. সালেহ আহমদ সেলিম, সিলেট জেলা বারের আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি এড. মো. মনির উদ্দিন, ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা আরা বেবী, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইউনাইটেড ফুটবল ক্লাব সেক্রেটারী মাসুক আহমদ, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, উপশহর কল্যাণ পরিষদের উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবের হোসেন খান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন রুবেল, আফরোজ পাইপ এন্ড কোং এর চেয়ারম্যান আফরোজ মিয়া, টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাহাঙ্গির, কোষাধ্যক্ষ শামছুল আলম, প্রচার ও যোগাযোগ সম্পাদক আব্দুল আহাদ, সদস্য শামীম গণি, মোহাম্মদ আলী সোহরাব, টিটু, বুলবুল, বাবুল, জাফর, জাকির, শিপলু, সাবলু, ইব্রাহিম, সায়েম, নাঈম, আফরোজ, মামুন, আলম, রিফাত, জান্নাত, সাবিবর, সানি, ইলিয়াস প্রমুখ। উদ্বোধনী খেলায় ইউনাইটেড ক্লাব সিলেটকে ১-০ গোলে হারিয়ে বিয়ানীবাজার একাদশ বিজয়ী হয়। উক্ত টুর্নামেন্টে সর্বমোট ১৬টি দল অংশ নিবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল