কমলগঞ্জে এক তরুণীর বিষপানে আত্মহত্যা

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

কমলগঞ্জে এক তরুণীর বিষপানে আত্মহত্যা

কমলগঞ্জ প্রতিনিধি ::রবিবার দুপুরে সে বিষপান করলে সোমবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীরা জানান, পৌরসভার খুশালপুর এলাকার এলাইছ খার মেয়ে হেপী আক্তার (২৮) দীর্ঘদিন ধরে বড় ভাই জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তানিয়ার সাথে মনোমালিন্য চলছিল। এ ঘটনার জের ধরে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেওয়া হয়। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

পরিবারের লোকজন বলেন, বেশ কিছুদিন ধরে সে মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের অগোচরে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।