দক্ষিণ সুনামগঞ্জে সাধারণ মানুষকে করোনা সচেতনতায় ব্রিগেডিয়ার জেনারেল

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

দক্ষিণ সুনামগঞ্জে সাধারণ মানুষকে করোনা সচেতনতায় ব্রিগেডিয়ার জেনারেল

জামিউল ইসলাম তুরান,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সাধারণ মানুষকে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচারণা করেছেন ১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ।
শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার পাগলা বাজারে এ প্রচারাভিযান পরিচালনা করেন তিনি। এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএসও) মো. আনোয়ার-উজ-জামান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী মুক্তাদির হোসেন, লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ বলেন, আমরা মাঠে আছি, কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মানাতে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। জনগণেন কাছে একটাই অনুরোধ, আপনারা সরকারি সকল নির্দেশনা মানুন, ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মানুন। বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। মাস্ক ব্যবহার করুন। নিজে সুস্থ্য থাকুন পরিবার ও দেশকে সুস্থ্য রাখুন।