সুনামগঞ্জে এসেছে সিনোফার্মার ৩৮ হাজার ৪০০ ভ্যাকসিন

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

সুনামগঞ্জে এসেছে সিনোফার্মার ৩৮ হাজার ৪০০ ভ্যাকসিন

 

 

তৃতীয় ধাপে সুনামগঞ্জে এসেছে ৩৮ হাজার ৪শত ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। রোববার (১১ জুলাই) সকালে সুনামগঞ্জের ইপিআই ভবনে ৪৮ কার্টনে ৩৮ হাজার ৪শত ডোজ সিনোফার্মা ভ্যাকসিন পৌঁছায়।

পরে সুনামগঞ্জের ইপিআই ভবনের প্রাঙ্গণে ভ্যাকসিন কো-অর্ডিনেটর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এটিএম আব্দুল্লাহ চৌধুরী কাছ থেকে এ ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

এরপর সেগুলো দ্রুত ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয় ও সেখানে পুলিশের একটি দলও মোতায়েন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, তৃতীয় বারের মত সুনামগঞ্জে ৩৮ হাজার ৪ শত ভ্যাকসিন এসে পৌঁছেছে। এগুলো সুনামগঞ্জের ১০টি উপজেলায় দেওয়া হবে।