১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১
স্পোর্টস ডেস্ক:
এক মাসব্যাপী জমজমাট লড়াই শেষে এক দল বসল ইউরোপীয় ফুটবলের সিংহাসনে।
সে দলটি রবের্তো মানচিনির ইতালি। গোটা টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য ছিল আজ্জুরিরা।
লন্ডনের ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি। আর প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েছে ইংল্যান্ড।
পুরো আসরের ৫১ ম্যাচে গোল হয়েছে মোট ১৪২টি। যার মধ্যে ১১টি আত্মঘাতী গোল।
ফাইনাল ম্যাচ শেষে আসরের সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের বিশ্লেষণ করে জয়ীদের নাম ঘোষণা করেছে ইউরো কাপের টেকনিক্যাল পর্যবেক্ষকরা।
ব্যক্তিগত পারফরম্যান্সভিত্তিক পুরস্কার
এবারের ইউরো কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নরুমা। গোটা আসরে দুর্দান্ত কয়েকটি সেভ করে ইতালির শিরোপা হয়ের অন্যতম নায়ক তিনি। বিশেষকরে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দোন্নারুমা।
ফলে ইউরো কাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল পেয়েছেন ২২ বছর বয়সি এই গোলরক্ষক।
৪ ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুট জিতেছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৫ গোল ছিল ডেনমার্কের প্যাট্রিক শিকেরও। তবে সঙ্গে ১টি এসিস্ট থাকায় গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন রোনাল্ডো। শিক পেয়েছেন সিলভার বুট।
টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার ব্রোঞ্জ বুট জিতেছেন ফ্রান্সের করিম বেনজেমা। অবশ্য সমান ৪টি গেল রয়েছে হ্যারি কেন, এমিল ফর্সবার্গ ও রোমেলু লুকাকুর। কিন্তু সবচেয়ে কম সময় খেলে ৪ গোল করায় ব্রোঞ্জ বুট বেনজেমাকে দেওয়া হয়েছে।
তরুণদের মধ্যে সবচেয়ে বেশি ভালো খেলে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের ১৮ বছর বয়সি মিডফিল্ডার পেদ্রি গনজালেজ।
এতো গেল ব্যক্তিগত পারফরম্যান্স। এবার আসা যাক কতো টাকা করে পেল দলগুলো। যা দেখলে চোখ কপালে উঠবে।
শিরোপাজয়ী ইতালি পেয়েছে ৩৪ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩৪১ কোটি টাকা। রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ৩০.২৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩০৩ কোটি টাকা।
এছাড়া ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এবারের লড়াইয়ে খেলা ২৪ দলকেই দেয়া হয়েছে অংশগ্রহণ ফি হিসেবে ৯.২৫ মিলিয়ন ইউরো করে।
এর বাইরে চ্যাম্পিয়ন-রানার্সআপ থেকে শুরু করে টুর্নামেন্টের র্যাংক অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছে দলগুলো। যা দেখলে বিস্মিত হবেন যে কেউ।
এক নজরে ইউরো কাপের ২৪ দলের কে কত টাকা করে পেল –
১) ইতালি – ৩৪ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪১ কোটি টাকা)
২) ইংল্যান্ড – ৩০.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩০৩ কোটি টাকা)
৩) স্পেন – ২২.৫ মিলিয়ন ইউরো (প্রায় ২২৬ কোটি টাকা)
৪) ডেনমার্ক – ২১ মিলিয়ন ইউরো (প্রায় ২১০ কোটি টাকা)
৫) বেলজিয়াম – ১৯ মিলিয়ন ইউরো (প্রায় ১৯০ কোটি টাকা)
৬) সুইজারল্যান্ড – ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)
৭) চেক রি পাবলিক – ১৬.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৬৮ কোটি টাকা)
৮) ইউক্রেন – ১৬ মিলিয়ন ইউরো (প্রায় ১৬০ কোটি টাকা)
৯) নেদারল্যান্ডস – ১৫.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৫৮ কোটি টাকা)
১০) সুইডেন – ১৫ মিলিয়ন ইউরো ((প্রায় ১৫০ কোটি টাকা)
১১) অস্ট্রিয়া – ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)
১২) ফ্রান্স – ১৪.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৪৩ কোটি টাকা)
১৩) পর্তুগাল – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৪) ক্রোয়েশিয়া – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৫) জার্মানি – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৬) ওয়েলস – ১৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৫ কোটি টাকা)
১৭) ফিনল্যান্ড – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
১৮) স্লোভাকিয়া – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
১৯) রাশিয়া – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
২০) হাঙ্গেরি – ১০.৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ১০৮ কোটি টাকা)
২১) পোল্যান্ড – ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)
২২) স্কটল্যান্ড – ১০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি টাকা)
২৩) তুরস্ক – ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)
২৪) উত্তর মেসিডোনিয়া – ৯.২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৯৩ কোটি টাকা)
সূত্র: গোল ডট কম
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D