সাংসদ আলী আশরাফ আর নেই

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১

সাংসদ আলী আশরাফ আর নেই

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় প্রবীণ সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক মো. আলী আশরাফ আর নেই। আজ শুক্রবার বিকেল তিনটা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ বিকেলে সাংসদের ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ আলী আশরাফ স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি সবার কাছে ‘আশরাফ ভাই’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি চান্দিনা থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হন।
বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, সাংসদ মো. আলী আশরাফ ২০০০ সালে কিছুদিন ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরকারি প্রতিশ্রুতিসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও চান্দিনা মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নির্মল দাস বলেন, ৩ জুলাই প্রথমে গলব্লাডারে পাথর অপারেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তাঁর নিউমোনিয়া হয়। শেষে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তিনি লাইফ সাপোর্টেও ছিলেন। সেখানেই আজ বিকেলে তিনি মারা যান।