বৃষ্টি হলেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

বৃষ্টি হলেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন!

 

তাহিরপুর প্রতিনিধি

তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা নামক স্হানের তিনশো মিটার সাবমারসিবল সড়ক ও আনোয়ারপুর ব্রিজের নীচের অংশটুকু পানির নিচে ডুবে গেছে।

ফলে সুনামগঞ্জ জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি কাজে জেলা সদরে যেতে লোকজনকে শক্তিয়ারখলা সাবমারসিবল অংশটুকু নৌকায় করে পার হতে দেখা গেছে।

অপরদিকে সড়কের দুই পাশে ছোট বড় অনেক যানবাহন আটকা পড়ে রয়েছে।

শক্তিয়ারখলা গ্রামের আঙ্গুর মিয়া বলেন, গত তিনদিন ধরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সড়কটি ডুবে যাওয়ায় পথচারীরা এখন নৌকায় করে পারাপার হচ্ছেন ।

পথচারী সোহানুর রহমান সোহান জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই আনোয়ারপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়কটি পানির নিচে ডুবে তাহিরপুর থেকে জেলা সদরের একমাত্র সড়ক বিচ্চিন্ন হয়ে পড়ে। ফলে এখানকার লোকজন সহ টাঙ্গুয়া হাওরা আসা পর্যটকরা বেকায়দায় পড়েন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়কটি ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি কমলেই সড়ক থেকে পানি নেমে যোগাযোগ আবার স্বাভাবিক হবে।