মাহবুবুল হক শাকিলের মৃত্যু : ৬ জনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

মাহবুবুল হক শাকিলের মৃত্যু : ৬ জনকে জিজ্ঞাসাবাদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় গুলশানের সামদাদো রেস্টুরেন্টের ম্যানেজার বাবলুসহ ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে আড়াইটায় গুলশানের সামদাদো রেস্টুরেন্টে মৃত্যু হয় শাকিলের।

ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, এখনও কাউকে আটক দেখানো হয়নি। শাকিলের মৃত্যুর বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের জাপানি রেস্তোরাঁ সামদাদোয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল