১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২১
১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বের চার দশক ও ২৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দলটির সম্পাদকম-লীর সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। নেতারা জানিয়েছেন, স্মারকগ্রন্থে শেখ হাসিনার চার দশকের নেতৃত্বে দল ও দেশের জন্য তার অবদান, কর্মজীবনের নানা অধ্যায় উঠে আসবে। এছাড়াও এ নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে আওয়ামী লীগ। এগুলোর সমন্বয়ের জন্য দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা সভারও আয়োজন করবে ক্ষমতাসীন দলটি।
বৈঠকে আওয়ামী লীগ নেতারা জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ হাসিনার নেতৃত্বের চার দশক পূর্তির বছরে তার জন্মদিন বর্ণাঢ্য ও স্মরণীয় রাখার মতো করে উদযাপন করতে চায়। এজন্য বিশদ আলোচনাও হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D