দেশে এলো আরও ৫০ লাখ ডোজ টিকা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১

দেশে এলো আরও ৫০ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক ::
চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর (বুধবার) দিনগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের।