১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
দিনকাল ডেস্ক
ভারতীয় আমদানিকারক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই)-এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আইআইসিসিআই’র পরিচালনা পর্ষদের সাথে এসএমসিসিআই-এর পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আইআইসিসিআই এর সভাপতি অতুল কুমার ছেক্সিনা।
ভার্চুয়াল মতবিনিময় সভায় এসএমসিসিআই এর পক্ষে উপস্থিত ছিলেন- সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি হাসিন আহমদ ও পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।
আইআইসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন আইআইসিসিআই-এর রেসিডেন্ট ম্যানেজার আমরেন্দা সিং, এডমিন পামেলা পাল, এসিসটেন্ট এডমিন সুজাতা রক্ষিত তনু, সিনিয়র এক্সিকিউটিভ সুলতানা শীলা।
বিগত ২৯ জুলাই ২০১৯ইং ইন্ডিয়ান ইম্পোটার্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই)-এর সাথে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়। এর পর দুই চেম্বারের প্রতিনিধিদের এটিই প্রথম সভা। উভয় চেম্বারের সভাপতিরা সমঝোতা স্মাক্ষর সম্পাদনের জন্য উভয় চেম্বারের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান। ভার্চুয়াল মতবিনিময় সভায় উভয় দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উভয় দেশের ব্যবসায়ীদের ব্যবস্থাপনার দক্ষতা ও পেশাদারীত্ব বৃদ্ধিতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আইআইসিসিআই-এর সভাপতি বলেন, আইআইসিসিআই বাংলাদেশে প্রায় ৩০০ এর উপরে সদস্য রয়েছে যার মধ্যে বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম গ্রুপ, রূপায়ন গ্রুপ, পাওয়ার ভিশন গ্রুপ, টেকনো মিডিয়া লিমিটেড, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড উল্লেখযোগ্য। ভারতীয় আমদানিকারক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি শীঘ্রই বিদেশী সদস্যদের সাথে যুক্ত করার জন্য এবং বিদেশী ও দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রচারের সুবিধার্থে অনেক দেশে অফিস খুলতে যাচ্ছে।
এসএমসিসিআই-এর সাবেক সভাপতি হাসিন আহমদ বলেন, উভয় দেশের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিনিয়োগ বৃদ্ধিতে এবং আভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার আইআইসিসিআই এর সাথে কাজ করতে প্রস্তুত।
হাসিন আহমদ বলেন, সিলেটে আইটি খাত, পর্যটন খাত সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উভয় চেম্বার একসাথে কাজ করবে। এভাবে ঘনঘন মতবিনিময় সভার আয়োজন করলে উভয় দেশের ব্যবসায়ীদের সম্ভাবনার ক্ষেত্র আরো উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D