কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাচনকে গ্রেফতারে সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাচনকে গ্রেফতারে সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান রেজাউল করিম নাচনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে নাচন সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। রবিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল বলেন- সাদা পোষাকধারী আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর কতিপয় সদস্য কর্তৃক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনকে অন্যায়ভাবে গ্রেফতার অবৈধ সরকারের বিরোধী মত দমনের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতেই জিয়ার সৈনিকদের গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনীর ন্যায় ব্যাবহার করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে রেজাউল করিম নাচন সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল