কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ শেষে দোয়া চেয়েছেন জননেতা অধ্যাপক জাকির হোসেন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ শেষে দোয়া চেয়েছেন জননেতা অধ্যাপক জাকির হোসেন

কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ শেষে দোয়া চেয়েছেন জননেতা অধ্যাপক জাকির হোসেন
সাকিব আহমেদ ::

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন নগরীর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন। তিনি দেশ, জাতি ও দেশে-বিদেশে অবস্থানরত দেশের সকল মানুষের জন্য দোয়া চেয়েছেন। নামাজ আদায় শেষে তিনি এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের পাশাপাশি তাদের শারিরীক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে খুঁজ খবর নেন। তিনি বলেন, যে কোনো সমস্যার সংকট দূরীকরণে আপনাদের পাশে আছি। আপনারা এলাকাবাসী সবাইকে নিয়ে আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। সে জন্য আপনাদের দোয়া চাই। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) নগরীর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বক্স, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, তৌফিক বক্স লিপন (কাউন্সিলর), খলিল আহমদ, ২৬ নং ও ২৭ ওয়ার্ডের সাধারণ সম্পাদক এন.এম ইসলাম, মোঃ ছয়েফ খাঁন,জেলা তাঁতীলীগ সভাপতি আলমগীর হোসেন যুবলীগ নেতা শাহীন আহমদ, সিরাজুল ইসলাম মিরাজ, ফাহিম আহমদ, ছাত্রলীগ নেতা খালেদ আহমদ সহ ওয়ার্ড আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল