১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার ঘটনা আর দ্বিতীয়টি নেই : অধ্যাপক জাকির হোসেন
রাজু আহমেদ
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা সৈনিককে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই। তাঁদের অবদান ও আত্মত্যাগের ফলে বাংলা ভাষার মর্যাদা পেয়েছে, তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন স্বাধীনতার চেতনা। বস্তুতঃ ১৯৫২ সালের ঐতিহাসিক পথ ধরেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী দেশের নারী সমাজকে স্বাবলম্বি করতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন। এই সুযোগ-সুবিধা গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে অনেক বেকর যুবক ও যুব মহিলা আজ স্বালম্বী হয়েছেন। আজ যারা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদেরকে নিজ নিজ ক্ষেত্রে স্বালম্বী হয়ে দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২১ ফেব্রুয়ারি সোমবার বিকালে টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশফাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা এর সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর কো-অর্ডিনেটর এ এস এম ইমরোজ এরশাদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আক্তার কণা।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আখতার হোসেন, যুব সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশ বাণী যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, নারী উন্নয়ন যুব সংস্থার সহ সভাপতি আনোয়ার বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লিপি বেগম, অর্থ সম্পাদক হামিদা বেগম, যুব জাগরণ সংস্থার সভাপতি তাকভীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যুবমহিলাদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি.
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D