১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
পারাইরচকের ডাম্পিং স্টেশন স্থানান্তর : মেয়র আরিফকে এমপি হাবিবের চিঠি!
রুহিন আহমেদ
দক্ষিণ সুরমার পারাইরচক থেকে সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন স্থানান্তরের জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে চিঠি দিয়েছেন সিলেটে ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর দপ্তরে চিঠিটি পৌছে দেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন। তিনি জানান, সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের চিঠিটি রোববার মেয়রের কার্যালয়ে পৌছে দিয়েছি। মেয়র কার্যালয়ে উপস্থিত না থাকায়, অফিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা চিঠিটি রিসিভ করেছেন।
চিঠিতে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব উল্লেখ করেন, ‘দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ রােডের পারাইরচক নামক স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি মােতাবেক সিলেট বিভাগীয় স্টেডিয়াম-২ এর জন্য উক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। উক্ত স্থানটি পীর হবিবুর রহমান চত্বর হতে মাত্র কয়েক মিটার পশ্চিমে ঢাকা-সিলেট প্রস্তাবিত ৬ লেনের পাশেই হওয়ায় স্থানটিতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্থাপন করা হবে। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এই স্টেডিয়ামের পাশ দিয়ে যাতায়াত করবে। দক্ষিণ সুরমা উপজেলায় কোন স্টেডিয়াম না থাকায় যুব সমাজ নানা অপরাধঅপকর্মে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই।
এছাড়া, উক্ত ডাম্পিং স্টেশন হতে মাত্র ৩ কিলােমিটার দূরে ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস, ২ কিলােমিটার দূরে সিলেট বিভাগীয় কমিশনার ও উপ মহাপুলিশ পরিদর্শকের কার্যালয় ও বাসভবন, সিলেট শিক্ষাবাের্ড, বিআরটিসির বাস ডিপােসহ বিভিন্ন সরকারি কার্যালয় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেকোন শহরতলি এলাকার ৫০ কিলােমিটার সীমানার ভিতরে কোন ডাম্পিং স্টেশন থাকতে পারবে না।’
চিঠিতে, তিনি এই স্টেডিয়ামের পাশ থেকে সিটি কর্পোরেশন কর্তৃক ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নিকট জোর সুপারিশ করেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D