“জালাল ভাইয়ের শোকসভা”নিজের ব্যক্তিগত শখ ও ইচ্ছার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী (ভিডিও)

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২

<strong>“জালাল ভাইয়ের শোকসভা”নিজের ব্যক্তিগত শখ ও ইচ্ছার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী (ভিডিও)</strong>

“জালাল ভাইয়ের শোকসভা”নিজের ব্যক্তিগত শখ ও ইচ্ছার কথা জানালেন পরিকল্পনামন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে তৃণমূল মানুষের বৈষয়িক উন্নয়ন। আমার ব্যক্তিগত শখ এবং ইচ্ছা দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করা। জীবনের শেষ সময়ে মানুষের সেবার মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই। মঈনুদ্দিন আহমদ জালালও একজন মানবতাবাদী মানুষ ছিলেন।মানুষের সেবা করার মধ্যে সবারই আনন্দ খোঁজা উচিত।

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাবেক ছাত্রনেতা ও সরকারি কর্মকর্তা শাহরিয়ার বিপ্লব এর রাজনৈতিক উপন্যাস “জালাল ভাইয়ের শোকসভা” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মঈনুদ্দিন আহমদ জালালের সহধর্মিণী ড. নাজিয়া চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু।

প্রকাশনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদার সভাপতিত্বে ও সংগঠক কাসমির রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অধ্যাপক সাব্রী সাবেরীন। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থের লেখক শাহরিয়ার বিপ্লব।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল