জাতির পিতার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২২

জাতির পিতার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

জাতির পিতার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

অনলাইন ডেস্ক

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট জেলা আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে।

# সকাল ১১ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।

# দুপুর ১২ ঘটিকায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা।

# বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

# মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

# বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থানা।

উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

ফেসবুকে সিলেটের দিনকাল