সিলেট জেলা বিএনপির সম্মেলন ঘিরে বাড়ছে উত্তেজনা

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

সিলেট জেলা বিএনপির সম্মেলন ঘিরে বাড়ছে উত্তেজনা

সাকিব আহমেদ :: সিলেট জেলা বিএনপির সম্মেলন কে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা । নেতৃত্ব নির্বাচন কাউন্সিল এর মাধ্যমে হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে সভাপতি সমপাদক পদ নিয়ে নিজেদের বলয় শক্তকরার জন্য মরিয়া নেতারা । প্রচারণার পাশাপাশি পেশী শক্তির বিকল্প বেবস্তা করে রাখছেন নেতারা । ঝিমিয়ে পড়া দলীয় ক্যাডার দের কদর বেড়েছে । নেতারা নিয়মিত যুগাযুগ রক্ষা করে যাচ্ছেন তাদের সাথে দিচ্ছেন টাকা সহ পদ পদবীর অফার । যে সব নেতারা এতোদিন ছিলেন পর্দার অন্তরালে তারাও এবার সক্রিয় হয়ে উঠেছেন
নাম প্রকাশ না করার শর্তে একজন বিএনপি নেতা জানান শেষ পর্যন্ত লন্ডনী ওহীর মাধ্যমে কমিটি হয়ে যেতে পারে । তিনি কাউন্সিল কে কেন্দ্র করে রক্তপাতের আশঙ্কাও উড়িয়ে দেন নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল