ফিরে দেখা : ওয়ান ইলেভেন-২০০৭, ষড়যন্ত্র- গ্রেফতার-নির্যাতন- মামলা-কারাভোগ !

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

ফিরে দেখা : ওয়ান ইলেভেন-২০০৭, ষড়যন্ত্র- গ্রেফতার-নির্যাতন- মামলা-কারাভোগ !

ফিরে দেখা : ওয়ান ইলেভেন-২০০৭,
ষড়যন্ত্র- গ্রেফতার-নির্যাতন- মামলা-কারাভোগ !

জাকারিয়া আহমদ পাপলু

দেশ এবং জাতির কঠিন দুঃসময়ে দীর্ঘ সময়ের কারাভোগ।

কারাগারে কারা ভ্রমণ এ আরেক অন্যরকম অভিজ্ঞতা, প্রথমে সিলেট কেন্দ্রীয় কারাগার কিছুদিন পর মৌলভীবাজার কেন্দ্রীয় কারাগার তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগার।

তিন মাস পর পর জরুরী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ (ডিটেনশন)এর শুনানির জন্য মহামান্য হাইকোর্টে হাজিরা, মনে হতো আজ মনে হয় মহামান্য হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়ে যাব,কিন্তু না।

সে এক অন্যরকম অভিজ্ঞতা।

এক একটি দিন মনে হতো একেকটি মাসের সমান!!! মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া দীর্ঘ কারাভোগের পর সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারও আমি আমার মায়ের কোলে এবং জনতার মধ্যে ফিরে আসতে পেরেছিলাম। আর এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব জনগণ দিয়েছিলেন,১/১১ জরুরি অবস্থার সময়ে পৌরসভার দ্বিতীয় নির্বাচনে জনগণের বিশাল গণরায়ের মাধ্যমে আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করে।

আমি আমার পৌরবাসী এবং ওই কঠিন দুঃসময়ে আমাকে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে স্রদ্ধেয় আইনজীবী, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী বৃন্দ সকলের কাছে আজীবন কৃতজ্ঞ।

পাশে ছিলাম,পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

লেখক : জাকারিয়া আহমদ পাপলু,সাবেক মেয়র গোলাপগঞ্জ পৌরসভা।

ফেসবুকে সিলেটের দিনকাল