বিয়ানীবাজারে ছাত্রদল নেতা সামুন আকবরের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

বিয়ানীবাজারে ছাত্রদল নেতা সামুন আকবরের মুক্তির দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি :  : বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও অনলাইন এক্টিভিস্ট সামুন আকবর খানকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকালে পৌরশহরের নিউমার্কেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সহসভাপতি ৪নং শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার আখতার হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন পুতুল, শেওলা ইউপি সদস্য মামুন রাজা চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিসবাহ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আহমেদ ফয়েজ, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মইনুল রশীদ প্রমুখ।
সামুন আকবর খানকে গ্রেপ্তার ন্যক্কারজনক বলে অভিহিত করে উপজেলা বিএনপি’র সহসভাপতি ও শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার দেশে গুম-খুনের রাজনীতি করছে। কোথাও কোনো নিরাপত্তা নেই, সুশাসন নেই। এ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাকস্বাধীনতা রোধ করতে চায়।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ এ সরকারের পুলিশবাহিনী কর্তৃক ছাত্রদল নেতা সামুনকে বিনা অপরাধে সম্পূর্ণ বেআইনীভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।’
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজমুল হোসেন পুতুল বলেন, ‘সামুন আকবর খান একজন পরিচ্ছন্ন ছাত্রনেতা। সে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি একজন অনলাইন এক্টিভিস্ট হিসেবে কাজ করে আসছে।’ তিনি বলেন, ‘উদ্দেশ্যে প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন চালিয়েছে র‌্যাব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, একসঙ্গে অবিলম্বে তাকে মুক্তির জোর দাবি করছি।’
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিসবাহ উদ্দিন বলেন, ‘কোন মামলা ছাড়াই মসজিদ প্রাঙ্গণ থেকে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ছাত্রনেতা সামুন আকবরকে র‌্যাব তুলে নিয়ে যায়, পরবর্তীতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এবং অস্ত্র মামলায় পৃথক দুইটি মিথ্যা মামলা দায়ের করা হয়।’ তিনি বলেন, ‘শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি- দীর্ঘ ৪৮ ঘন্টা তাকে গুম অবস্থায় রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে এবং একাধিকবার তাকে ক্রসফায়ারে হত্যার অপচেষ্টা চালায় র‌্যাব।’
উল্লেখ্য, শুক্রবার (২ ডিসেম্বর) বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ছাত্রদল নেতা সামুন আকবর খানকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-০৯।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল