১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
উপজেলা সংবাদদাতা:: মৌলভীবাজার জেলার বড়লেখা প্রেসক্লাবে অপহরণ ও হত্যা চেষ্টার বিচার দাবীতে সংবাদসম্মেলন করছেন ভুক্তভোগী স্কুলছাত্রী ফেরদৌসী আক্তার সামিরা(১৫) ও তার পরিবার। আজ (২৪ এপ্রিল) দূপুরে বড়লেখা প্রেসক্লাব মিলনায়তনে তারা সংবাদ সম্মেলন করেন। বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফেরদৌসী আক্তার সামিরা ও তার মা শারমিন আক্তার সুমি।
লিখিত বক্তব্য অনুযায়ী গত ১৭ এপ্রিল স্কুল থেকে ফেরার পথে স্থানীয় শাহবাজপুর বাজারের অদূরে, বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউপি ছাত্রলীগ সন্ত্রাসী ইমন আহমদ ও তার সহযোগীরা ভুক্তভোগীকে জোরপূর্বক গাড়ীতে তোলে নিয়ে যেতে চাইলে ভুক্তভোগী আত্মরক্ষার্থে চিৎকার চেঁচামেচি করেন। এসময় গলা টিপে হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসী ইমন। ঘটনার আকষ্মিকতায় স্থানীয় জনতা জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা নিজান উদ্দিন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে তারা অভিযোগ করেন।
ফেরদৌসীর মা শারমিন আক্তার বলেন, পরবর্তীতে, (ঐদিনই) তারা আদালতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ চেষ্টার মামলা দায়ের করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীর মা শারমিন অভিযোগ করেন, আদালত ঘটনাটি ৫ দিনের মধ্যে তদন্তের জন্য বড়লেখা থানা পুলিশকে নির্দেশ দিলেও মামলার আজ সাত দিনেও পুলিশ কোন প্রতিবেদন দেয়নি।
তিনি আরো বলেন, পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার কারণে আজ(২৪ এপ্রিল) আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি।
ভুক্তভোগী ফেরদৌসী বলেন, আমি ও আমার পরিবার আইনের আশ্রয় নিতে গিয়েও তা পাচ্ছি না। উল্টো সন্ত্রাসী ইমন আমাকে এসিড নিক্ষেপের ভয়, ও আমার পিতাকে হত্যার ভয় ও হুমকি দেখাচ্ছে।
এই পরিস্থিতিতে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় বিচার কামনা করেন। তাদের নিপীড়নের বিষয়টি সংবাদমাধ্যমে তোলে ধরতে উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ভুক্তভোগী স্কুল ছাত্রী সামিরা। এসময় ভুক্তভোগী সামিরা ছাড়াও তার মা শারমিন আক্তার সুমি, সামিরার ছোটবোন জান্নাতুল ফেরদৌস নাদিরা, নানা মুহিবুর রহমান ও নানী তাহেরা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইমন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ণ ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী সামিরার চাচাত ভাই। মূলত সামিরার পিতা নিজাম উদ্দিনকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য দীর্ঘদিন থেকে তাদের সাথে লেগে আছেন ইমন ও তার পিতা নাজিম উদ্দিন। অপহরণ চেষ্টা তারই অংশ। আগে থেকেই ইমনের বিরোদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D