১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট কমিটির আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পরিচালনায়, সিলেটের স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে “প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ (সিলেট জেলা)” এর শুভ উদ্বোধন ১৮ মার্চ ২০২৩ শনিবার সকাল ৮.৩০ ঘটিকায় সিলেট এম.সি.কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসীম আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে “প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩ (সিলেট জেলা)” এর শুভ উদ্বোধন ঘোষনা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর প্রফেসর ড. রমা বিজয় সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজ উদ্দিন আহমদ, ম্যানেজার, প্রাইম ব্যাংক লিমিটেড, আম্বরখানা শাখা, সিলেট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, মোঃ নজরুল ইসলাম, ম্যানেজার, প্রাইম ব্যাংক লিমিটেড, ইসলামপুর শাখা, সিলেট, ইব্রাহিম আলী, ম্যানেজার, প্রাইম ব্যাংক লিমিটেড,উপশহর শাখা, সিলেট, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ হারুন অর রশীদ , শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, ক্রীড়ানুরাগী বেলাল আহমদ, আম্পায়ার ইসমত আলী ও এস আই কে জুবেদ, স্কোরার মোঃ সোহেল রানা, অভিভাবকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
১৯ মার্চ ২০২৩ তারিখের ম্যাচ (সকাল ০৯.০০ টা, ভেন্যু : সিলেট এম সি কলেজ মাঠ)
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সর্বস্তরের জনসাধারনের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D