সিলেটে এবার নির্বাচন বর্জন করলেন দিনার খান হাসু

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

সিলেটে এবার নির্বাচন বর্জন করলেন দিনার খান হাসু

সিলেটে এবার নির্বাচন বর্জন করলেন দিনার খান হাসু

নিজস্ব প্রতিবেদক

এবার সিলেট সিটি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সিসিকের ১৯ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র দিনার খান হাসু। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের মিরাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। তিনি আগামী সিসিক নির্বাচনে ১৯ নং ওয়ার্ড আবারও কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছিলেন। তবে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির এ নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।

ফেসবুকে সিলেটের দিনকাল