১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩
কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন
২২নং ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই: এড. সালেহ আহমদ সেলিম
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিল এডভোকেট সালেহ আহমদ সেলিম এর টিফিন ক্যারিয়ার মার্কার সমর্থনে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) বাদর আসর উপশহরস্থ শাহজালাল উপশহর এ ব্লকে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে স্বাগত বক্তব্যে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিল এডভোকেট সালেহ আহমদ সেলিম বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন, দোয়া ও আশির্বাদ নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার স্বপ্ন ২২নং ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা। যেখানে থাকবেনা হিংসা, বিদ্বেষ ও হানাহানি একটি শান্তিপূর্ণ এবং আধুনিক করে ওয়ার্ডকে সাজাতে চাই। তিনি আরো বলেন, অত্র ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। আমাকে আবারো টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে অত্র ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবো ইনশাল্লাহ। তিনি ২২নং ওয়ার্ডবাসীর কাছে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট প্রার্থনা করে সমস্ত ওয়ার্ডকে একটি পরিবারে পরিণত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল উপশহরের বিশিষ্ট মুরব্বি অধ্যাপক (অব) ডাঃ আব্দুল ওয়াহিদ, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি ও ই-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সফিকুল হক, সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, এস এম ফয়ছল সাদ, আব্দুস শুক্কুর বকুল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, সহিবুর রহমান কলা, শাহজালাল উপশহর ডি ব্লক জামে মসজিদের সভাপতি আসাদুর রাজা, বি ব্লক জামে মসজিদের সাধারণ সম্পাদক ফয়জুল হক লেইছ, সাবেক সাধারণ সম্পাদক হাজী এনাম উদ্দিন, কোষাধ্যক্ষ রুহেল আলম সিদ্দিকী, মিসবাহ উদ্দিন, হাজী বাহার উদ্দিন, হাজী দবির আলী, গোলাম মৌলা, অবসরপ্রাপ্ত শিক্ষক শামছুন নূর, পাপলু চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আব্দুল গণি, উপশহর এফ ব্লকের মুরব্বি লিয়াকত আলী, আব্দুন নূর, সাহেদ আহমদ সাহেদ, মুমিনুল ইসলাম শাহ, আব্দুর রহমান খান সুজা, আমির আলী, আব্দুল খালিক, সানু মিয়া, শাহীন আহমদ, জালাল উদ্দিন চৌধুরী, শাহজালাল উপশহর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান, শাহজালাল উপশহর হাইস্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল জাফর, রুহুল আলম, মোস্তাক আহমদ, জয়নুল হক, জাহাঙ্গীর আলম লুলু, মোঃ মহসিন কবির দিদার, হাজী মিসবাহ উদ্দিন, মৌলানা আব্দুল মুমিন, আবু বক্কর সিদ্দিক বাবলু, মাহবুব আহমদ মুক্তা, মোঃ সিরাজ খান, মিনহাজ চৌধুরী লিটন, মোঃ আছকির আলী, পুহেল আহমদ, ডাঃ আখতার হোসেন, এনামুল হক লিলু, জাফরান জামিল, ফয়ছল মজুমদার, আব্দুল মালিক চৌধুরী, ইকবাল আহমদ, রাসেল আহমদ পাপ্পু, মঞ্জুরুল ইসলাম, রাসেল আহমদ, জাহির চৌধুরী, নোমান আহমদ, আবুল হাসান কাশেম, আবুল কালাম সহ প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D