পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি, মালামাল লুট, নারীসহ আহত ৪

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি, মালামাল লুট, নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা: বড়লেখা উপজেলায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতির কাজে বাধা দিলে ওই বাড়ির নারীসহ ৪ জনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ডাকাত দল।

 

বুধবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার ঝগড়ী গ্রামের ব্যবসায়ী ঝন্টু চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 এ ঘটনায় ঝন্টু চন্দ্র দাস বাদী হয়ে বড়লেখা থানায় একটি ডাকাতি মামলা করেছেন।

 স্থানীয় ও ডাকাত কবলিত বাড়ির লোকজন সূত্রে জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে পুলিশ পরিচয়ে ১৫-১৬ জনের একদল ডাকাত ব্যবসায়ী ঝন্টু দাসের বাড়িতে হানা দেয়। ঘরে ঢুকেই ডাকাত দলের লোকজন উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিন লঘাটি গ্রামের রাজু কুমার দাসকে (২২) খোঁজতে থাকে। বিভিন্ন ঘর খোঁজে তাকে না পেয়ে ডাকাতরা পরিবারের লোকজনের উপর চড়াও হয় এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে। এসময় বাধা দিলে তারা (ডাকাতরা) উত্তেজিত হয়ে গৃহকর্তা ঝন্টু চন্দ্র দাস (৪৮), ঝন্টু দাসের স্ত্রী শিউলি রানী দাস (৪১), ভগ্নিপতি রামকৃষ্ণ দাস (৫৫) ও বোন রত্না রানী দাসের (৪৪) উপরে হামলা চালায়। এক পর্যায়ে তাদের চিৎকারে ঝন্টু দাসের বাড়িতে ডাকাতির বিষয়টি বুঝতে পারেন পাশের বাড়ির লোকজন। তারা এলাকাবাসীকে মোবাইল ফোনে বিষয়টি জানান। বিষয়টি বুঝতে পেরে ঘরের বাইরে থাকা ডাকাত দলের সদস্যরা ঘরের ভেতর থাকা অন্য ডাকাতদের ডেকে দ্রুত এলাকা ত্যাগ করে।

 পরবর্তীতে স্থানীয় লোকজন ঝন্টু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক হওয়ায় ঝন্টু দাসকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল