ছাত্র ইউনিয়ন নেতা শাকিলের বাবাকে গ্রেপ্তার, বাড়ি দখল

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

ছাত্র ইউনিয়ন নেতা শাকিলের বাবাকে গ্রেপ্তার, বাড়ি দখল

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ছাত্র ইউনিয়নের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাত আহমদ শাকিলকে (২৯) বাড়িতে না পেয়ে তার বাবা ব্যবসায়ী মো. আব্দুস শহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবাকে গ্রেপ্তারের পর পরই স্থানীয় কাউন্সিলর রেজাউল করিমের নেতৃত্বে শাকিলের বাড়ি-ঘর দখল করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এসময় তার (শাকিলের) মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

গতকাল ১০ এপ্রিল সন্ধ্যায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাখিয়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আজ ১১ এপ্রিল দুপুরে শাকিলের বাবা ব্যবসায়ী মো. আব্দুস শহিদকে একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল বড়লেখা সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের রুবেল হত্যার ঘটনায় ছাত্র ইউনিয়নের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাত আহমদ শাকিলকে ৫ নম্বর আসামি করা হয়। ঘটনার পরদিন ৯ এপ্রিল স্থানীয় কাউন্সিলর রেজাউল করিমের নেতৃত্বে শাকিলের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর এবং তার (শাকিলের) বাবা-মা ও স্ত্রীকে নির্যাতন করা হয়। হামলায় শাকিলের স্ত্রী আমিনা বেগম (২৩) গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পরে এগিয়ে আসলে রেজাউল তার লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় শাকিলের স্ত্রীকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পরদিন ১০ এপ্রিল সন্ধ্যায় শাকিলের সন্ধানে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসয় তাকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

সরেজমিনে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর রেজাউল করিমের সাথে ছাত্র ইউনিয়নের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাত আহমদ শাকিলের রাজনৈতি বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এমন পরিস্থিতর মধ্যে ৮ এপ্রিল কাউন্সিলরের আত্মীয় রুবেল খুন হন। আর এ সুযোগটি কাজে লাগিয়ে কাউন্সিলর রুবেল হত্যা মামলায় শাকিলকে ৫ নম্বর আসামি করিয়েছেন। এরপর পুলিশ দিয়ে তার বাবাকে গ্রেপ্তার করিয়ে বাড়ি দখল করেছেন।

এদিকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসনাত আহমদ শাকিলের বাড়ির জায়গা দখল, তার বাবাকে গ্রেপ্তার এবং বাবা-মা-স্ত্রীর উপর হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের বড়লেখা শাখার সভাপতি শৈলেন্দ্র দেব ও সাধারণ সম্পাদক রঞ্জিত শর্মা জবর দখল হওয়া বাড়িটি পরিদর্শন করেছেন। তারা ঘটনার নিন্দা জানিয়েছেন।

 

এক বিবৃতিতে মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। অভিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

অপরদিকে পৃথক বিবৃতিতে আইন সালিস কেন্দ্র আসকের বড়লেখা উপজেলা সভাপতি নরেশ কর  ও সাধারণ সম্পাদক সামাদ আহমদ বলেন, ‘ছাত্র ইউনিয়ন নেতার বাবাকে কোনো মামলা ছাড়া গ্রেপ্তারের পর অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বাড়ি দখল হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে কাউন্সিলর রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন সরদার বলেন, হত্যা মামলার আসামি শাকিলকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ছাত্র ইউনিয়ন নেতা শাকিলের বাড়ির জায়গা দখলের খবর শুনেছি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল