জগন্নাথপুরে পুলিশকে মারধর করার অভিযোগে ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহান গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

জগন্নাথপুরে পুলিশকে মারধর করার অভিযোগে ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহান গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃত্বাধীন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশের উপর ছাত্রদল কর্মীরা ইটপাটকেল ছুড়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এসময় ঘটনাস্থল থেকে জগন্নাথপুর পৌরসভা থেকে জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহানকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। রবিবার (২৩ মে ২০২১) বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জগন্নাথপুর থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃত্বাধীন দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতি ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। কিন্তু এসময় ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহানসহ বেশ কিছু নেতৃবৃন্দের উস্কানিতে উশৃঙ্খল জনতা মারমুখী হয়ে পুলিশের উপর আক্রমণ চালিয়ে ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের অস্ত্রগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়িসহ আরো কিছু গাড়ি ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশক্রমে ১০ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ও ১৫ রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ করে উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের উপর আক্রমনকারী ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা (অজ্ঞাতনামা ২০/২৫ জন) পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তাদের গ্রেপ্তার করে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। এবিষয়ে গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা রুহানের পিতা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের আব্দুল হান্নান বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই পুলিশের রোষানলে পড়তে হয়। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে আমার ছোট ছেলে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য বুরহান উদ্দীন রুহানকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশের উপর আক্রমণ চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল নেতা বুরহান উদ্দীন রুহানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।