বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে পৌর শহরের নতুন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভা স্থলে এসে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, সাঈদ আহমদ, আব্দুল মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরশ আলী, আব্দুল গণি, বিলাল আহমদ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল