সাকিবকে প্রসঙ্গে বৈঠকে করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

সাকিবকে প্রসঙ্গে বৈঠকে করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

অন লাইন ডেস্ক:

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় বৈঠকটি। দীর্ঘ এই বৈঠকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে অধিকাংশ ব্যক্তির আগ্রহ ছিল তারকা ক্রিকেটার সাবিক আল হাসানকে ঘিরে।

মামলার তদন্তের স্বার্থে ‘হত্যা’ মামলার আসামি সাকিবকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, এটার ব্যাপারে বলতে পারব না। মামলাটি এফআইআর হয়েছে। পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

এদিকে, সভা শেষে বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিসিবির পক্ষ থেকে এক কোটি টাকা এবং তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ফারুক আহমেদ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল