১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
দিনকাল ডেস্ক:
প্রফসর ড.ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা, শহীদদের জন্য দোয়া
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে’র নির্বাহী কমিটির এক সভা রবিবার (২৫ আগস্ট’২০২৪) সন্ধ্যায় সুবিদবাজার অনুষ্ঠিত হয়।
এসএমইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের বীর ছাত্র জনতার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।এতে আলোচনায় অংশ নেন ইউনিয়নের সিনিয়র সদস্য এনামুল হক জুবের, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, অর্থ সম্পাদক কবির আহমদ, সদস্য শাহজাহান সেলিম বুলবুল, ফয়সাল আমিন।
সভার এক প্রস্তাবে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আন্দোলন করতে গিয়ে যারা নির্যাতিত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত সুস্হতা কামনা ও সুচিকিৎসার নিশ্চিত করার দাবি করা হয় সভার পক্ষ থেকে।
এছাড়া, ফ্যাসিবাদী সরকারের হোতা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় পর দেশের সংস্কার ও গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন নবীন- প্রবীনের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকের প্রতি পূর্ণসমর্থন ও অভিনন্দন জানিয়ে সার্বিক সফলতা কামনা করা হয়।
সভায় ইউনিয়নের সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয় এবং মেয়াদ পূর্ণের আগেই এই বছরের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। ইউনিয়নের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরকে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনি সভাপতি হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করবেন। সভায় অপর এক সিদ্ধান্তে আগামী নির্বাচন শেষে দায়িত্ব গ্রহনের আগ পর্যন্ত নতুন কোন সদস্য অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এসএমইউজে সদদ্য সাংবাদিক এটিএম আবু তুরাব হত্যাকান্ডে জড়িত পুলিশদের চাকুরী থেকে বরখাস্ত, গ্রেফতার এবং হত্যা মামলা বিশেষ ট্রাইব্যুনালে স্হানান্তর করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সভায় শহীদ সাংবাদিক আবু তুরাবসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।।দোয়া পরিচালনা করেন ইউনিয়নের অর্থ সম্পাদক কবির আহমদ।-
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D