সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি সোসাসের

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি সোসাসের

দিনকাল ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সাংবাদিক ওলিউর রহমানের উপর থেকে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা স্পোর্টস একাডেমি।

একইসাথে অবিলম্বে মামলা থেকে তার নাম বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ ও কোষাধ্যক্ষ, সিলেট জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক জামিল আহমদ (টাইগার জামিল) এক বিবৃতিতে বলেন, ওলিউর রহমান সিলেটের মূলধারার একজন নিষ্ঠাবান সাংবাদিক। একাধারে তিনি একজন ক্রীড়া সংগঠকও। দীর্ঘদিন ধরে তিনি সদর উপজেলার ক্রীড়া উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। সমাজের সকল মতের মানুষের সঙ্গে যার নিবিড় সম্পর্ক, তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। কোনো রাজনৈতিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার পরও ক্লিন ইমেজের এমন একজন মানুষকে হয়রানির উদ্দেশ্যে করা এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের দায়িত্বশীলরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল