বালাগঞ্জে শিবিরের নবীন বরণ অনুস্টান অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

বালাগঞ্জে শিবিরের নবীন বরণ অনুস্টান অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্দ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৯ শে আগস্ট সকাল ১২.০০ ঘটিকায় বালাগঞ্জ বাজারের স্থানীয় লতিফা কমিউনিটি সেন্টারে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা আবিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পশ্চিম সভাপতি ছাত্রনেতা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা: মুহাম্মাদ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট রহমত আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোঃ আমির আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুস সবুর।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মর্তুজ আলী জুয়েল, জামায়াত নেতা দিলোয়ার আল হোসাইন, জামায়াত নেতা লিয়াকত আলী, জামায়াত নেতা মকসুদুল ইসলাম, জামায়াত নেতা হাবিবুর রহমান মুহিব, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, ছাত্র নেতা জায়েদ আহমেদ, হাবিবুর রহমান চয়ন,হামিদুর রহমান নয়ন,জোবায়ের আহমেদ, সাজিদ আহমেদ, শুভ আহমেদ, রিপন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল