হবিগঞ্জে নতুন এসপি  পদে যোগদান করলেন মোঃ রেজাউল হক খান

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

হবিগঞ্জে নতুন এসপি  পদে যোগদান করলেন মোঃ রেজাউল হক খান

দিনকাল ডেস্ক:

হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করছেন মোঃ রেজাউল হক খান। শনিবার (৩১ আগস্ট) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সুনামের সঙ্গে কাজ করেছেন।

নবাগত পুলিশ সুপারের দায়িত্বগ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: আক্তার হোসেনকে বদলি করে মো: রেজাউল হক খানকে হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল