৪ হাজারের বেশি পরিবারকে ত্রাণ দিল বিজিবি

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

৪ হাজারের বেশি পরিবারকে ত্রাণ দিল বিজিবি

দিনকাল ডেস্ক:

বিজিবির উদ্যোগে গত দুইদিনে বন্যাদুর্গত এলাকার ৪ হাজার ৭০১টি পরিবাবরের মাঝে ত্রাণসামগ্রী এবং ২ হাজার ৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজিবি জানায়, বন্যাদুর্গত ফেনী সদরে ২৫০টি, ফুলগাজীতে ১ হাজার ২৫০টি, ছাগলনাইয়ায় ১৯০টি, দাগনভূঞায় ৫৬১টি এবং পরশুরামে ৩৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ১ হাজার ৬০০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৪২০টি এবং রাঙ্গামাটির লংগদুতে ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া গত দুই দিনে বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ১ হাজার ২৪৫ জন, ছাগলনাইয়ায় ৩৭৫ জন, কুমিল্লার আদর্শ সদরে ৬৩০ জন এবং চৌদ্দগ্রামে ৪৮৫ জনসহ মোট ২ হাজার ৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।